Friday, August 1, 2025

 কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই: সেনা সদর

কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই: সেনা সদর


বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই বলে জানিয়েছে সেনা সদর। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।


এনসিপি যখন ঝামেলায় পড়েছে তখন সেনাবাহিনী প্রটেকশন দিয়েছে, আবার এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী তাদের আর প্রটেকশন দেবে না— এ বিষয়ে জানতে চাইলে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো সহায়তা করিনি। আমাদের দায়িত্বের মধ্যে কাউকে বিশেষভাবে দেখি না। গোপালগঞ্জে যেটা হয়েছে ওইখানে ওই রাজনৈতিক দলের অনেকের জীবননাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহযোগিতা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিলো অন্য কিছু না।


আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কোথায় সমাবেশ করবে, এটা ক্লিয়ারেন্স দিতে হবে স্থানীয় প্রশাসন থেকে। আমাদের কাছে এসব বিষয়ে কোনো তথ্য ছিল না। গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। শুধুমাত্র ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে জীবননাশের হুমকি ছিল তখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।


স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে— এই বিষয়ে অবস্থান জানতে চাইলে তিনি বলেন, গোপালগঞ্জে কী হয়েছিল সেটার সত্যতা উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি এই কমিটি সত্য এবং সঠিক ঘটনা উন্মোচন করতে পারবে।


বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি কি সেনাবাহিনীর দুর্বলতা আছে— এমন প্রশ্নের জবাবের কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবাই সমান। যেখানে জনদুর্ভোগ ও জীবননাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই বা জনসাধারণকে সহযোগিতা করি। গোপালগঞ্জে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন না করতাম তাহলে সেখানে অনেক হতাহত বা জীবননাশের ঘটনা ঘটতে পারত।


গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী।
এক প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ৫৭৬ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। চাঁদাবাজ বা অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য যেসব আইনশৃঙ্খলা এজেন্সিগুলোর সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা, তারা যদি কার্যকরভাবে দায়িত্ব পালন করে তাহলে আরও কমে আসবে বলে আশা করি। সাথে সাথে আমাদের যে আভিযানিক দায়িত্ব আছে আমরা সেটা সর্বদা পালন করছি।


তিনি আরও বলেন, আমরা সব আইনশৃঙ্খলা বাহিনী যদি একসঙ্গে কাজ করি তাহলে চাঁদাবাজির মতো অপরাধ কমে আসবে বলে বিশ্বাস করি। অপরাধীদের গ্রেপ্তার করার পর বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পর আমাদের আর কিছু করার থাকে না।


পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের সংঘাতকে সেনাবাহিনী কীভাবে দেখছে— প্রশ্ন করা হলে তিনি বলেন, চাঁদাবাজি ও মানুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য বিভিন্ন দুষ্কৃতকারীরা এইটা করে থাকে। আমাদের কার্যক্রম ও অভিযান জারি রেখেছি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।


বান্দরবানের আর্মি ক্যাম্প গুটিয়ে নেওয়া, কুকি চিন, আরাকান আর্মি ও বান্দরবানে অস্ত্র কেনা-বেচা নিয়ে প্রশ্ন করা হলে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে প্রটেকশন দিয়ে যাচ্ছে এবং ভালোভাবে দিয়ে যাচ্ছে। আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি। আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আমাদের ক্যাম্পের প্রয়োজন হয় তাহলে আমরা টেম্পরারি অপারেটিং বেইস করে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি।


সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও খবর এসেছে সেনাবাহিনীর মেজর সাদিক আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছে— এ বিষয়ে সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।

 আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান



আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবার জন‍্য নিরাপদ, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনও রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না। কিন্তু দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে। তাদের অর্থনৈতিক সাবলম্বীতায় বিএনপির বেশকিছু পরিকল্পনা রয়েছে। নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সেজন্য নারীসমাজকে সচেতন থাকতে হবে। নারীশক্তিকে সরকারের কর্মপরিকল্পনার কেন্দ্রে রাখার প্রতিশ্রুতি দেন এবং বলেন, নারীরা যদি শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তাহলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব।

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের কাছে বাংলাদেশ চিরঋণী। এবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই ঋণ শোধ করতে হবে।

এ সময় আগামীদিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

FTN TV সকল বিভাগের কার্যক্রম শুরু প্রসঙ্গে

FTN TV সকল বিভাগের কার্যক্রম শুরু প্রসঙ্গে

 FTN TV সকল বিভাগের কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করা হচ্ছে।

 

নির্দেশক্রমে: কর্তৃপক্ষ 

তারিখ: ০১ আগষ্ট ২০২৫ইং, ০০am 

Monday, July 21, 2025

FTN TV ওয়েবসাইটের কার্যক্রম প্রসঙ্গে

FTN TV ওয়েবসাইটের কার্যক্রম প্রসঙ্গে

 FTN TV এর অফিশিয়াল ওয়েবসাইটের কার্যক্রম চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে অফশিয়াল নোটিশ ও  সংবাদ প্রকাশের জন্য ওয়েবসাইটের কার্যক্রম চলবে। ওয়েবসাইটের সাথে একটি ব্লগ সংযুক্ত থাকবে।

 Website Link: https://www.ftntvbd.com/

Blog Link: ftntvbd.blogspot.com

 

তারিখ: ২১ জুলাই ২০২৫ইং 

FTN TV এর ইউটিউব চ্যানেল চালু প্রসঙ্গে

FTN TV এর ইউটিউব চ্যানেল চালু প্রসঙ্গে

 FTN TV এর ইউটিউব চ্যানেল চালু হয়েছে। এখন থেকে সকল কার্যক্রম ফেইসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হবে।

 

Facebook Page : https://www.facebook.com/ftntvbd

YouTube Channel: https://www.youtube.com/@ftntvdigital 

তারিখ: ২১/০৭/২০২৫ইং

 

FTN TV অনুষ্ঠান বিভাগের কার্যক্রম প্রসঙ্গে

FTN TV অনুষ্ঠান বিভাগের কার্যক্রম প্রসঙ্গে

FTN Television এর অনুষ্ঠান বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। 

 FTN TV এর অনুষ্ঠান বিভাগের প্রাথমিক কার্যক্রম ফেইসবুক পেইজ ভিত্তিক হবে। পরবর্তীতে অন্যান্য শাখায় প্রচারিত হবে।

Facebook Page : https://www.facebook.com/ftntvbd

তারিখ: ২১/০৭/২০২৫ইং

FTN TV ইসলামিক বিভাগের কার্যক্রম প্রসঙ্গে

FTN TV ইসলামিক বিভাগের কার্যক্রম প্রসঙ্গে

FTN Television এর ইসলামিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। 

 FTN TV এর ইসলামিক বিভাগের প্রাথমিক কার্যক্রম ফেইসবুক পেইজ ভিত্তিক হবে। পরবর্তীতে অন্যান্য শাখায় প্রচারিত হবে।

Facebook Page : https://www.facebook.com/ftntvbd

তারিখ: ২১/০৭/২০২৫ইং

Thursday, April 24, 2025

একসঙ্গে দাবানলের কবলে যুক্তরাষ্ট্র-ইসরাইল

একসঙ্গে দাবানলের কবলে যুক্তরাষ্ট্র-ইসরাইল

 


একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের নিউজার্সির ওশেন কাউন্টির ১৩ হাজার একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে, ইসরাইলের জেরুজালেম-সংলগ্ন শহরগুলোতে ছড়িয়ে পড়ছে তীব্র আগুন। জোন্স রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে ১৩ হাজার একরের বেশি জমিতে। 

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনো পুরোপুরি নেভেনি।

দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের নিউজার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। 
দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের নিউজার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। 
 
 
এরমধ্যেই, শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে গাড়িচালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন। রেললাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।
 
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার (২৩ এপ্রিল) আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে।
 
প্রতিবেদন মতে, বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে।
 
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দু’জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ৮টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে।

এদিকে, দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টারসহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।


Tuesday, April 22, 2025

 মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ

মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ

‘এসো নবীন, দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ও শিবালয় সদর উদ্দীন ডিগ্রী কলেজে ছাত্রদলের নতুন সদস্য  সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা  ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কাদের, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন, যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম,‌ সাবেক যুগ্ম আহবায়ক দিপু,মানিকগঞ্জ সরকারি  দেবেন্দ্র কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব, শিবালয় উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা। এছাড়া শিবালয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ছাত্রদল ও শিবালয়  সদর উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নতুন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের পতাকা তলে নিজেদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।

নবীনদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, "ছাত্রদল মানেই অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্রের জন্য লড়াই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা। তোমরাই আগামীর নেতৃত্ব, তোমরাই এই সংগ্রামের শক্তি।"

ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত করতে ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও। দলীয় ঐক্য, উদ্দীপনা ও সংগঠনের প্রসারে এই সদস্য সংগ্রহ কার্যক্রম ছাত্রদলের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Friday, April 18, 2025

আজ ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস

আজ ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস

 

আজ ১৮ এপ্রিল ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়ানক ও রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতিবাহী দিন। স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। আজ থেকে ২৪ বছর আগে ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল বাংলাদেশে। ওইদিন উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে গুলিবিনিময়ে তিনজন বিডিআর (বর্তমান বিজিবি) জওয়ান ও ১৬ জন বিএসএফ সদস্য নিহত হন। বিডিআর জওয়ানদের হাতে আটক হন দুজন বিএসএফ সদস্য। এ সময় গুলিবিদ্ধ ও আহত হন ছয়জন বেসামরিক বাংলাদেশি। এ ছাড়া বিএসএফের মর্টার শেল ও আগুনে বড়াইবাড়ী ছিটমলে ১৭৯টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।

বড়াইবাড়ী দিবসের ২৪তম বর্ষপূতি উপলক্ষে রৌমারীর বড়াইবাড়ী বিওপিসংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনসহ আলোচনা ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জানা যায়, ২০০১ সালের ১৮ এপ্রিল গভীর রাতে বিএসএফ সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে ১০৬৬ নম্বর সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল। তারা বড়াইবাড়ী বিডিআর ক্যাম্প দখল করতে চেয়েছিল। কিন্তু রাতের আঁধারে রাস্তা ভুলে গিয়ে বা ইচ্ছা করে সেখানকার ইরি-বোরো ধান খেত দিয়ে প্রবেশ করে। স্থানীয়দের মাধ্যমে বিডিআর জওয়ানরা খবর পেয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ লড়াইয়ে যুক্ত হয় সেখানকার স্থানীয় জনগণও। রক্তক্ষয়ী সংঘর্ষের পর গ্রামবাসীর সহায়তায় বিডিআর সদস্যরা তাদের প্রতিহত করতে সক্ষম হন। বড়াইবাড়ী ক্যাম্পের অকুতোভয় বিডিআর জওয়ানরা বড়াইবাড়ী দখলে নেওয়ার বিএসএফ জওয়ানদের অপচেষ্টা প্রতিহত করেন। প্রতি বছর এ দিনটি ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে পালন করে আসছেন স্থানীয় মানুষজন।

রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে সংঘটিত সেই ঐতিহাসিক ঘটনার ২৪তম বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়াইবাড়ী দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন জানান, দিবসটি উপলক্ষে আগামীকাল (আজ) সকালে বড়াইবাড়ী বিওপিসংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। এতে শহীদ পরিবারের স্বজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী অংশ নেবেন।