Thursday, April 24, 2025
Tuesday, April 22, 2025
মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ
‘এসো নবীন, দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ও শিবালয় সদর উদ্দীন ডিগ্রী কলেজে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কাদের, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন, যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম, সাবেক যুগ্ম আহবায়ক দিপু,মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব, শিবালয় উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা। এছাড়া শিবালয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ছাত্রদল ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নতুন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের পতাকা তলে নিজেদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
নবীনদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, "ছাত্রদল মানেই অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্রের জন্য লড়াই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা। তোমরাই আগামীর নেতৃত্ব, তোমরাই এই সংগ্রামের শক্তি।"
ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত করতে ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও। দলীয় ঐক্য, উদ্দীপনা ও সংগঠনের প্রসারে এই সদস্য সংগ্রহ কার্যক্রম ছাত্রদলের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Friday, April 18, 2025
আজ ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস
আজ ১৮ এপ্রিল ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়ানক ও রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতিবাহী দিন। স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। আজ থেকে ২৪ বছর আগে ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল বাংলাদেশে। ওইদিন উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে গুলিবিনিময়ে তিনজন বিডিআর (বর্তমান বিজিবি) জওয়ান ও ১৬ জন বিএসএফ সদস্য নিহত হন। বিডিআর জওয়ানদের হাতে আটক হন দুজন বিএসএফ সদস্য। এ সময় গুলিবিদ্ধ ও আহত হন ছয়জন বেসামরিক বাংলাদেশি। এ ছাড়া বিএসএফের মর্টার শেল ও আগুনে বড়াইবাড়ী ছিটমলে ১৭৯টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।
বড়াইবাড়ী দিবসের ২৪তম বর্ষপূতি উপলক্ষে রৌমারীর বড়াইবাড়ী বিওপিসংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনসহ আলোচনা ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জানা যায়, ২০০১ সালের ১৮ এপ্রিল গভীর রাতে বিএসএফ সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে ১০৬৬ নম্বর সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল। তারা বড়াইবাড়ী বিডিআর ক্যাম্প দখল করতে চেয়েছিল। কিন্তু রাতের আঁধারে রাস্তা ভুলে গিয়ে বা ইচ্ছা করে সেখানকার ইরি-বোরো ধান খেত দিয়ে প্রবেশ করে। স্থানীয়দের মাধ্যমে বিডিআর জওয়ানরা খবর পেয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ লড়াইয়ে যুক্ত হয় সেখানকার স্থানীয় জনগণও। রক্তক্ষয়ী সংঘর্ষের পর গ্রামবাসীর সহায়তায় বিডিআর সদস্যরা তাদের প্রতিহত করতে সক্ষম হন। বড়াইবাড়ী ক্যাম্পের অকুতোভয় বিডিআর জওয়ানরা বড়াইবাড়ী দখলে নেওয়ার বিএসএফ জওয়ানদের অপচেষ্টা প্রতিহত করেন। প্রতি বছর এ দিনটি ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে পালন করে আসছেন স্থানীয় মানুষজন।
রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে সংঘটিত সেই ঐতিহাসিক ঘটনার ২৪তম বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়াইবাড়ী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন জানান, দিবসটি উপলক্ষে আগামীকাল (আজ) সকালে বড়াইবাড়ী বিওপিসংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। এতে শহীদ পরিবারের স্বজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী অংশ নেবেন।
ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াত সেক্রেটারি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
Tuesday, March 11, 2025
আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ
মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, এ রমজানের ইফতারের মধ্য দিয়ে আমাদের যে বিভেদ রয়েছে সেটি দূর করতে পারবো। আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, আশা করছি শিগগির আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।
Tuesday, February 11, 2025
গণঅধিকার পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা
আগামী ১৪ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ ফেব্রুয়ারি ৬৪ জেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান নতুন এই কর্মসূচির ডাক দেন। এসময় অন্তবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদ আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শুধু আওয়ামী লীগ নয় এখনও যারা চাঁদাবাজি-টেন্ডারবাজি করছে তাদেরকেও গ্রেফতার করতে হবে।
Sunday, February 9, 2025
অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর লক্ষ্য: স্বরাষ্ট্র সচিব
যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
সিনিয়র সচিব বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মূলত পুলিশ বাহিনী নেতৃত্ব দিচ্ছে; সেনাবাহিনী তাদের সাহায্য করছে। তিনি বলেন, ছয় মাস আগে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সে সময় আমাদের পুলিশ বাহিনীর বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের নীতিগত ও মানসিক ক্ষয়ক্ষতি হয়েছে, থানা পুড়ে গেছে, যে কারণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ সারাদেশে সেনা মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো পরিকল্পনা নিই৷ এর অনেকগুলো চলমান আছে এবং অনেকগুলো প্রয়োগ করতে যাচ্ছি। তার একটা ‘অপারেশন ডেভিল হান্ট
স্বরাষ্ট্র সচিব বলেন, এই অপারেশন যৌথভাবে সকলে মিলে একটা ফোকাসড ওয়েতে কাজ করবে৷ দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে৷ এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসকল ব্যবস্থা নেয়া প্রয়োজন সেটা নেয়া হবে। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে৷ একইসাথে তাদের কাজ চলমান রয়েছে।
নাসিমুল গনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যেভাবে আইন প্রয়োগ করা হতো আমরা সেভাবে হাঁটতে পারবো না। আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। মানবাধিকার এবং পরিবেশের বিষয়টি মাথায় রেখে আমরা একটি ভালো সিস্টেম গড়ে তুলতে চাই। আমরা চাই, যেন আর কোনো আয়নাঘর তৈরি না হয়। আগামীর জন্য যেন ভালো পরিবেশ রেখে যেতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। এই প্রেক্ষিতে আগামী ১১ ফেব্রুয়ারি মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সাথে একটি কর্মশালার আয়োজন করা হচ্ছে।
পুলিশ বাহিনীর বর্তমান অবস্থা নিয়ে নাসিমুল গনি বলেন, পৃথিবীর যেসব দেশে বিপ্লব হয়েছে, সেসব দেশ পরাজিত শক্তিকে রাখেনি। কিন্তু আমরা অতটা অমানবিক হতে পারিনি।
তিনি বলেন, আমরা বাহিনীটিকে সংস্কার করতে চেয়েছি। পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে। কিছু যারা ডাই-হার্ড ছিল, তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, একটা বাহিনীর মনোবল ভেঙ্গে গেছে। পুলিশে সত্যিকার অর্থে সংস্কার আনার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। এজন্য তাদের সক্রিয়ভাবে কাউন্সেলিং করা হচ্ছে।’।
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১৩০৮
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের।’
এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।
আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল কার্যক্রম।
রোববার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন টিসিবি। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে।
নতুন করে শুরু হওয়া এই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।টিসিবির ট্রাকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর ক্রয় করতে পারবেন।
এছাড়াও উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তারা ঢাকা মহানগরী এবং চট্টগ্রামে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি কিনতে পারবেন।