Tuesday, April 22, 2025

মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ

‘এসো নবীন, দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ও শিবালয় সদর উদ্দীন ডিগ্রী কলেজে ছাত্রদলের নতুন সদস্য  সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা  ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কাদের, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন, যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম,‌ সাবেক যুগ্ম আহবায়ক দিপু,মানিকগঞ্জ সরকারি  দেবেন্দ্র কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব, শিবালয় উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা। এছাড়া শিবালয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ছাত্রদল ও শিবালয়  সদর উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নতুন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের পতাকা তলে নিজেদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।

নবীনদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, "ছাত্রদল মানেই অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্রের জন্য লড়াই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা। তোমরাই আগামীর নেতৃত্ব, তোমরাই এই সংগ্রামের শক্তি।"

ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত করতে ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও। দলীয় ঐক্য, উদ্দীপনা ও সংগঠনের প্রসারে এই সদস্য সংগ্রহ কার্যক্রম ছাত্রদলের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন

Author:

FTN TV Online is an online based channel.

0 comments: