Friday, December 6, 2024

বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যাচারের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ


বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি। অথচ, ভারতে প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতন করা হয়। তাই ভারতের উচিত আগে মুসলিম নির্যাতন বন্ধ করা।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বাংলাদেশ তিসরী ইনসাফ দল বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে দলটির নেতারা বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়িতে ক্ষোভ জানিয়ে এসব কথা বলেন।

তারা বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা কখনও হিন্দুদের মন্দির, পুজা-প্রার্থনায় আঘাত করে না। অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ। হুঁশিয়ারি দেন, ভারত যদি বাংলাদেশ নিয়ে মনগড়া মিথ্যা বলা বন্ধ না করে, তাহলে বাংলার মুসলমান সমাজ কঠিন জবাব দেবে।


শেয়ার করুন

Author:

FTN TV Online is an online based channel.

0 comments: